কক্সবাজারে অবস্থিত বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার
কক্সবাজারে অবস্থিত – চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি.।
কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.। কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন নগরী। বহু দশক ধরেই এটা বাংলাদেশের মানুষদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র।
প্রচুর পরিমাণে হোটেল, মোটেল ও গেস্ট-হাউজ তৈরি হয়েছে সেখানে পর্যটন মৌসুম শীতকাল এর কথা ভেবে। বিভিন্ন সামর্থ্যের মানুষদের জন্য তাই এখন রয়েছে নানা রকম বাজেট রেঞ্জ এর হোটেল।
কক্সবাজারে অনেক হোটেল ও রিসোর্টস রয়েছে (Cox’s Bazar Hotels)। একটা সময় পর্যন্ত এখানে একটি পাঁচতারকা মানের হোটেল থাকলেও গত কয়েক বছরে এ সংখ্যা অনেক বেড়েছে। ৫ ষ্টার থেকে শুরু বিভিন্ন মানের হোটেল রয়েছে ।
বিশ্বের সবচাইতে বড় সমুদ্রসৈকত কক্সবাজার। প্রতিবছর শুধু দেশীয় পর্যটক নয়, দেশের বাইরে থেকেও প্রচুর পর্যটক বিশ্বের সবচাইতে বৃহৎ এই সমুদ্র সৈকত দেখতে আমাদের এই দেশে আসেন।
এখন কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া থেকে (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিওটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ জাহাজে করে সেন্টমার্টিনে যাওয়া যায় ।
শুধু পর্যটক নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিচ ফুটবল, বিচ ক্রিকেটসহ দেশি ও বিদেশী বিভিন্ন ইভেন্ট এখন কক্সবাজারে অনুষ্ঠিত হয় ।
এক নজরে কক্সবাজারের বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার-