কিভাবে ফেসবুক পেজ খুলব ? ফেসবুক পেজ খোলার নিয়ম-২০২১
ফেসবুক পেজ কি
ফেসবুক পেজকে অনেকটা ফেসবুক পাবলিক প্রোফাইল বলা যায়। মূলত ব্যবসা, সেলিব্রিটি ও সংস্থাগুলো তাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে পেজ ব্যবহার করে থাকে। অনেক সময় ফেসবুক পেজকে ফেসবুক ফ্যান পেজ ও বলা হয়ে থাকে।
ফেসবুক আইডিতে যেমন বন্ধু এড করা যায়, ফেসবুক পেজে কিন্তু এমন করা যায়না। ফেসবুক পেজ কে লাইক বা ফলো করা যায়। মজার ব্যাপার হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই ফ্রেন্ড বা বন্ধু এড করা যায়। অন্যদিকে পেজ এর ক্ষেত্রে লাইক বা ফলো এর কোনো নির্দিষ্ট সীমা নেই।
ফেসবুক পেজ খুলতে কি কি লাগে
ফেসবুক পেজ খুলতে প্রথমত প্রয়োজন হবে একটি ফেসবুক অ্যাকাউন্টের। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আগে জানুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম (ক্লিক করুন)। ফেসবুক একাউন্টের পাশাপাশি ফেসবুক পেজ খুলতে প্রয়োজন হবে একটি কম্পিউটার কিংবা স্মার্টফোনের। তাছাড়া আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ তো লাগবেই।
ফেসবুক পেজ খোলার নিয়ম
ফেসবুক পেজ তৈরী করা কিন্তু তেমন কঠিন কোনো কাজ নয়। যেকেউ খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক পেজ খুলতে পারে। চলুন জেনে নিই, ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়।
কম্পিউটারে ফেসবুক পেজ খোলার নিয়ম
- ফেসবুক এ প্রবেশ করুন
- আপনার ফেসবুক একাউন্ট এ সাইন ইন করা না থাকলে সাইন ইন করুন
- এরপর বাম পাশের মেন্যু থেকে Pages এ ক্লিক করুন
- Create New Page বাটনে ক্লিক করুন
- এরপর এমন একটি পেজ দেখতে পাবেন
- পেজ যে নামে খুলবেন সেটি Page name লেখা বক্সে লিখুন
- Category বক্সে আপনার পেজ কী নিয়ে তা লিখে একটি ক্যাটাগরি সেট করুন
- এরপর Description বক্সে পেজ সম্পর্কে কিছু লেখা চাইলেই যোগ করতে পারেন
- Create Page বাটন চাপুন
- উপরে উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজ খুলে যাবে।
কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ফেসবুক পেজ খোলা যায়। মোবাইল থেকে ফেসবুক অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই ফেসবুক পেজ খোলা যায়।
মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়মঃ
ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
- ডানদিকে থাকা সর্বশেষ সেকশন অর্থাৎ হ্যামবার্গার আইকনযুক্ত মেন্যুতে প্রবেশ করুন
- Pages অপশনটি খুঁজে বের করে প্রবেশ করুন
- Create চাপুন
- Get Started চাপুন
- যে নামে পেজ খুলতে চান, সেটি Page Name বক্সে লিখুন ও Next চাপুন
- পেজ এর ধরন অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে Next চাপুন
- এরপর আপনি যদি কোনো ব্যবসার পেজ খুলেন, সেক্ষেত্রে ঠিকানা যোগ করুন ও Next চাপুন
- ঠিকানা না থাকলে বা যোগ করতে চাইলে Skip চাপুন
- এরপর আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার ও কভার ফটো চাওয়া হবে। কভার ফটো ও প্রোফাইল পিকচার সিলেক্ট করে Done চাপুন
উপরে উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজ খুলে যাবে।
আরো পরুন-
ফেসবুক ভিডিও কিভাবে ডাউনলোড করব? মোবাইল দিয়ে ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করব?
আপনি কি অনলাইলে ইনকাম করতে চান-
- মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়?
- আউটসোর্সিং কি? আউটসোর্সিং কিভাবে শিখব?কি কি কাজ আউটসোর্সিং করা যায়?
- ইউটিউব চ্যানেল কিভাবে খুলব?ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে?মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম?ইউটিউব চ্যানেল এ ভিউ ও সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে?
- ব্লগ কি?কিভাবে ব্লগিং শুরু করবেন?কিভাবে ব্লগ থেকে ইনকাম করা যায়?ব্লগিং এর ইতিহাস?ব্লগারের কাজ কী?কয় ধরনের ব্লগার আছে?
- অনলাইনে কিভাবে ইনকাম করব? ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায় কি!2021