দাঁতের ব্যথা কমানোর উপায়
প্রজ্ঞার দাঁত উঠলে সমস্ত মানুষ ব্যথা ও যন্ত্রণায় অভিভূত হয়। অনেকে ব্যথানাশক সেবন করে কারণ তারা আক্কেল দাঁতের ব্যথা সহ্য করতে পারে না।
অনেক ক্ষেত্রে এই দাঁত অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। আক্কেল দাঁত কি? এই দাঁত উঠলে এত ব্যথা কেন?
ঘরে ভিনেগার থাকলে এক চা চামচ ভিনেগার সমপরিমাণ পানিতে মিশিয়ে নিন। এতে একটি তুলা ভিজিয়ে আক্কেল মাড়ির জায়গায় দাঁত দিয়ে চেপে ধরুন। দেখবেন ব্যথা দ্রুত কমে গেছে। ব্যথা কম না হওয়া পর্যন্ত এই পদ্ধতিটি অনুসরণ করুন।
বার রান্নাঘরে লবঙ্গ থাকে। আক্কেল দাঁতের ব্যথা কমাতে একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। চিবাবেন না। যে কোনো দাঁতের ব্যথা তাৎক্ষণিক নিরাময় করে।
ীব্র দাঁতের ব্যথা হলে মুখে ঠান্ডা বা গরম টুথপেস্ট লাগান। দেখবেন ব্যথা দ্রুত কমে যাবে।
বিশ্বাস্য হলেও এটা সত্যি যে পেঁয়াজ দিয়ে আক্কেল দাঁতের ব্যথা কমানো যায়। এর জন্য ব্যথার জায়গায় এক টুকরো পেঁয়াজ রেখে দাঁত দিয়ে চেপে ধরুন। ব্যথা কমবে পেঁয়াজের রস।
বেকিং সোডা ব্যথা কমাতেও দারুণ। এ জন্য একটি তুলোর বল পানিতে ভিজিয়ে বেকিং সোডা লাগান। এবার সেই তুলাটিকে আক্কেল দাঁতে রাখুন। ব্যথা কমতে শুরু করবে।
েয়ারা গাছের কচি পাতা পানিতে ফুটিয়ে নিন। সেই পাতা আক্কেল দাঁতের গোড়ায় কিছুক্ষণ রেখে দিলে ব্যথা কমে যাবে।
নেক সময় দাঁতের গোড়ায় ইনফেকশন হলেও এ ধরনের ব্যথা হয়। সেক্ষেত্রে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গেল করুন। এই পদ্ধতিটি মুখ ও গলার যেকোনো ব্যথা কমাতে একটি কার্যকরী কৌশল।