কোপা আমেরিকা ২০২১ এর ফাইনাল ম্যাচ কথায় হবে,কোন স্টেডিয়ামে হবে,কখন হবে।
প্রিয় ফুটবল খেলা প্রমিক ও ফুটবল খেলার ভক্ত ভাইয়েরা আসসালামুআলাইকুম। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কোপা আমেরিকা ২০২১ বিশ্বকাপে ফাইনালে কোন কোন দল খেলবে সে বিষয়ে এবং কখন খেলবে সব বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
আমি আমার এই পেজে নিয়মিত সকল খেলার আবডেট দিয়ে থাকি।আপনারা চাইলে আমার এই পেজটিতে ঢুকিয়ে আপনারা আপনাদের প্রয়োজনই কিছু তথ্য সার্চ করে আমাদের পাশে থাকতে পারেন।
শেষ হয়েছে কোপা আমেরিকা ২০২১ এর সেমিফাইনাল এর খেলা। সেমিফাইনাল এর চারটি দল থেকে সেরা দুই দল উঠেছে ফাইনালে। দুই দিনের বিরতির পর ১০ জুলাই ২০২১ ভোর ছয়টায় মাঠে গড়াবে সেমিফাইনালে পরাজিত দুই দলের পেরু এবং কলম্বিয়া তৃতীয় স্থানের খেলা। এবং তিন দিনের বিরতির পর ১১ জুলাই ২০২১ ভোর ৬ টায় মাঠে গড়াবে সেমিফাইনালে জয়ী দলের খেলা। দেখে নিন সেমিফাইনাল থেকে কোন কোন দল জায়গা করে নিয়েছে ফাইনালে। সেমিফাইনাল থেকে যে দুটি দল ফাইনালে উঠেছে ব্রাজিলের মুখোমুখি পেরু,জয়ী হয়েছে ব্রাজিলে । আবার আজেটিনার মুখোমুখি কলম্বিয়া জয়ী হয়েছে আজেটিনার ।তৃতীয় স্থান নির্ধারণী দল প্রতিপক্ষ দেখে নিন।
খেলার সময় সূচিঃ-

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচঃ
১০ ই জুলাই ২০২১ শনিবার ভোর ছয়টা মানে গারিঞ্চা ব্রাসিলিয়া স্টেডিয়ামে।
কলম্বিয়া বনাম পেরু
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে কলম্বিয়া বনাম পেরু। কলম্বিয়া বনাম পেরু সেমিফাইনাল থেকে পরাজিত হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কে কার প্রতিপক্ষ হবে, তা জানা যাবে ১০ ই জুলাই ২০২১ শনিবার ।